রতনদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-০১ ১৩:৩৬:২১

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন গতকাল ১লা ফেব্রুয়ারী বিকেলে কৃষ্ণনগর কুদ্দুস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ রকিবুল ইসলাম রুমা বক্তব্য রাখেন। 

 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। 

 এছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক নিরব বাবু, ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিন শেখসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 সম্মেলনে রতনদিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে মোঃ তৈয়ব আলীকে সভাপতি, সাইদুল হককে সাধারণ সম্পাদক ও ইলিয়াস মোল্লাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com