মাতৃকণ্ঠে সংবাদ প্রকাশের পর যাত্রীসহ ২টি ট্রলার জব্দ॥তিন মাঝিকে জরিমানা

মইনুল হক মৃধা || ২০২৫-০২-০১ ১৩:৩৬:৪৬

image

 “দৌলতদিয়ায় ঘন কুয়াশার মধ্যে চলে ট্রলার; ঝুঁকি নিয়ে যাত্রী-মোটর সাইকেল পারাপার” শিরোনামে দৈনিক মাতৃকণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে দৌলতদিয়া নৌ পুলিশ কর্তৃক গতকাল ১লা ফেব্রুয়ারী ২টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ ও আটক ৩জন মাঝিকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। 

গতকাল ১লা ফেব্রুয়ারী ভোরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাত্রী বহনকৃত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

 আটককৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার জুরাই মন্ডলের ছেলে আনু মন্ডল(৩৪), একই এলাকার মহিউদ্দিন শেখের ছেলে দুলাল শেখ(৪৭) ও মহিউদ্দিন শেখের অপর এক ছেলে এরশাদ শেখ(৩০)। 

 জানা গেছে, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মোঃ মাসুদ রানা ও এএসআই এনামুল সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১লা ফেব্রুয়ারী ভোরে ঘন কুয়াশার মধ্যে পদ্মা নদীতে অভিযানে নামেন। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটগামী ও পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট গামী ২টি ট্রলার ও ৩জন মাঝিকে আটক করেন। তখন মোবাইল কোর্ট ৩জনকে ৫০০ টাকা করে জরিমানা করাসহ ও সতর্ক করে ছেড়ে দেয়। 

 দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, ঘন কুয়াশায় কোন নৌযান চলাচলের অনুমতি নেই। আমি খবর পেয়ে দুটি ট্রলার জব্দ ও ৩জনকে আটক করলে মোবাইল কোর্ট জরিমানা করে। নৌ পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com