রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল ২লা ফেব্রুয়ারী দিনব্যাপী এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, উজানচর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিয়াকত হাসান লিপু মন্ডলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com