পাংশায় ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা অবহিতকরণ বিষয়ক সেমিনার

মোক্তার হোসেন || ২০২৫-০২-০৩ ১৫:৫৩:০৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ৩রা ফেব্রুয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা পরিষদ হল রুমে ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা-২০২৪ অবহিতকরণ বিষয়ক সেমিনার এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম কমিটির সভাপতি/দলনেতার দিনব্যাপী প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাধিক ব্যাচে এসব কর্মসূচি পালিত হয়।

 পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা-২০২৪ অবহিতকরণ বিষয়ক সেমিনারে এতিমখানার সভাপতি/সেক্রেটারী এবং মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ এছাড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম কমিটির সভাপতি/দলনেতার দিনব্যাপী প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট প্রায় ১শ’জন ব্যক্তি পৃথক এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ আবুল হাশেম ও পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম বিষয়কভিত্তিক আলোচনা করেন।

 ক্ষুদ্রঋণ কার্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেকেই নিজ নিজ সমস্যা তুলে ধরলে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস মনোযোগ সহকারে তা শুনেন এবং করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com