সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-০৪ ১৫:০৮:৪০

image

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় বসতবাড়ীর ছাদ থেকে ৩৩হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে শক খেয়ে সোহানুর রহমান (১২) নামের এক শিশু আহত হয়েছে।

 গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩টার দিকে সদর হাসপাতাল এলাকায় সজ্জনকান্দায় ওয়ান টু’র মাঠের একটি দোতলা বিল্ডিং বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোহানুরকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

 আহত সোহানুর রহমান(১২) এভারেজ ঔষুধ কোম্পানীর ম্যানেজার আব্দুল ওয়াদুদের ছেলে।

 জানা গেছে, শিশু সোহানুর রহমান ওয়ান টু’র মাঠে একটি ভাড়া বাসায় বাবা-মা'র সাথে থাকতো। মাসখানেক হলো তারা নতুন ওই ভাড়া বাসায় উঠেছে। ওই বাসার দোতলা ভবনের ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির হাই ভোল্টেজের বিদ্যুৎ এর তার গিয়েছে। গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকেলে পরিবারের সকলের অজান্তে খেলার ছলে শিশুটি বাসার দোতলার ছাদে উঠে ওই তার ধরলে মুহুর্তের মধ্যে বিকট শব্দ হয়। পরে সবাই ছাদে গিয়ে দেখে শিশুটি শরীরের বিভিন্ন অংশ পুড়ে ছাদের ওপর পড়ে আছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 স্থানীয়রা জানায়, ওই ভবনের মালিক ঝুঁকিপূর্ণভাবে ভবনটি নির্মাণ করেছে। দোতলা ভবনের ছাদের ঠিক এক ফিট ওপর দিয়েই ৩৩ হাজার কেভিসহ ১১ হাজার কেভির বিদ্যুতের সঞ্চালন লাইন রয়েছে। ভবনটির ইঞ্জিনিয়ার কিভাবে ওই তারের নিচে ভবন করার জন্য সম্মতি দিল সেটা তাদের বোধগম্য না। আবার পৌরসভা থেকে কিভাবে ভবনটি নির্মাণের জন্য নকশা অনুমোদন দিল সেটাও তাদের বোধগম্য হচ্ছে না।

 এ বিষয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রয়াস দত্ত বলেন, শিশুটি হাই ভোল্টেজ বিদ্যুৎ এর তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার শরীরে সকল অংশই পুড়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি। তবে তার অবস্থা আশংকাজনক। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com