রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গমচরাঞ্চল মজলিসপুর গ্রামে এসিআই সীড কর্তৃক বাজারজাতকৃত সারা বছর চাষযোগ্য হাইব্রিড মিষ্টি কুমড়া "সুইট স্পট" এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকালে মজলিশপুর মাঠে এসিআই কোম্পানির আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর আগে এসি আই সীড কোম্পানীর রোপণকৃত "সুইট স্পট" জাতের মিষ্টি কুমড়ার মাঠ পরিদর্শন করেন কোম্পানীর কর্মকর্তাগণ।
মাঠ দিবসে এদিন প্রায় ২০০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন এবং নতুন জাতের বৈশিষ্ট্য ও উৎপাদনশীলতা সরাসরি পর্যবেক্ষণ করেন।
বক্তারা বলেন, আকর্ষণীয় রঙ, উচ্চ উৎপাদনশীলতা এবং বাম্পার ফলনের কারণে এই জাতটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় কৃষক ফুল চাঁদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে এসিআই সীড কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, রাজবাড়ী জেলা মার্কেটিং অফিসার মোঃ আল আমিন, ব্রান্ড প্রোমোটার অমৃত, গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও এসি আই সীডের ডিলার মোহাম্মদ হুমায়ুন আহমেদ, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বীজ ব্যবসায়ী মোঃ সুমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাঠ দিবস সম্পর্কে এসিআই সীড কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বলেন, সুইট স্পট মিষ্টি কুমড়ার আকর্ষণীয় বৈশিষ্ট্য ও বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি এই জাতটি কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com