শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০২-০৫ ১৪:০৯:৪৫

image

রাজবাড়ীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির দাবী ও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দাবীতে রাজবাড়ীতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

 গতকাল ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পান্না চত্বর এলাকা হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। 

 সমাবেশ শেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মশাল মিছিলে তারা বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকে।

 মশাল মিছিলে রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুজ্জামান সাকিব, মীর মাহমুদ সুজন, এইচএম হাসিবুল হাসান, টোকন মন্ডল, তাহসিন বিন আতিয়ার তামিম, আমিনুল ইসলাম, রাশেদুল, ফাহাদুল ইসলাম, প্রভা নওরিন ও সাদিয়াসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 এ সময় বক্তারা বলেন, গত ১৬টি বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা ৩৬দিনের আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে রয়ে গেছে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। যে সকল আওয়ামী লীগের নেতারা ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে তাদেরও ফাঁসি দিতে হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের নেতারা কারাগারে থেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অথচ আমরা কারাগারে থেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি।

 বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ও আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের এই মশাল মিছিল। মশাল মিছিল থেকে আমাদের দাবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোন কার্যক্রম এই বাংলাদেশে করতে দেওয়া যাবে না। রাজবাড়ীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ লিফলেট বিতরণের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে আমরা জানতে পেরেছি। আইন-শৃঙ্খলা বাহিনী যদি অবিলম্বে তাদের গ্রেপ্তার না করে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে প্রতিহত করবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com