ছাত্রলীগের বিচারের দাবীতে রাজবাড়ী কলেজ ছাত্রদলের উদ্যোগে মার্চ ফর জাস্টিস কর্মসূচী

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-০৬ ১৪:০১:৪০

image

 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ এর দাবীতে গতকাল ৬ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী সরকারী কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। 

 বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, সদর উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, কলেজ শাখারর সাধারণ সম্পাদক রুবেল মন্ডল ও দপ্তর সম্পাদক সুজন আলী প্রমুখ বক্তব্য রাখেন।  

 এ সময় জেলা ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিন কুমার দাশ, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরিফ, পৌর শাখার সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক শীপন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর খান রনি, ছাত্র নেতা হাবিব, সেলিম, রাসেল, রায়হান, মোয়াজ, রাহিন, সাজিদ, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

 সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭বছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এমন কোন অপকর্ম নেই যে তারা করে নাই। তারা অস্ত্রের রাজনীতি করেছে, দখলের রাজনীতি করেছে, সিট বাণিজ্য করেছে, হল দখল করেছে, দুর্নীতি করেছে এবং এক শ্রেণীর অসাধু শিক্ষকগণ এদের সহযোগিতা করেছে। এই দীর্ঘ ১৭ বছরে যে অপরাধ করেছে তারা, এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন চলবে। যেসব শিক্ষক চেতনা বাণিজ্য বিক্রি করে এককভাবে এই অনিয়ম দুর্নীতির সহযোগিতা করেছেন তাদেরও বিচারের দাবী জানাচ্ছি। আমরা দেখছি, এখনও সন্ত্রাসী ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই। 

 সমাবেশ শেষে কলেজে দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর একেএম রফিকুল ইসলামের কাছে ছাত্রদলের নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন। 

 স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবীতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র-তরুণ-যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনার ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আপনার প্রতিষ্ঠানের কতিপয় ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের এই নির্যাতনের সহযোগীর ভূমিকা পালন করেছে। বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় ভাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে।

 আমরা বিশ্বাস করি, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অতিদ্রুত আমাদের দাবী মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com