বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই ফেব্রুয়ারী বিকেলে রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব ও সঞ্চালনায় করেন জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী।
এ সময় জেলা কৃষক দল, উপজেলা কৃষক দল ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com