রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২শে ফেব্রুয়ারী ভোট গ্রহণ হবে। তফসিলের শুরুতেই জমে উঠেছে এ নির্বাচন।
গত ৬ই ফেব্রুয়ারী থেকে গতকাল ৮ই ফেব্রুয়ারী পর্যন্ত ৩দিনে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদের মধ্যে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ বাহারাম হোসেন সরদার গতকাল ৮ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে সমর্থিত ব্যবসায়ী লোকজনদের সঙ্গে নিয়ে শিল্প ও বণিক সমিতির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক রাজা ও সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর খান মনোনয়নপত্র দাখিল করেছেন। আলমগীর খান পাংশা শহরের মেসার্স আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীরা হলেন, সভাপতি পদে- এ.কে. দানিয়েল সিপার, সহ-সভাপতি পদে- মোঃ আইয়ুব আলী খান, মোঃ আবু রেসালাত খান, মোঃ ইউসুফ আলী মন্ডল ও আব্দুল খালেক মিয়া, সাধারণ সম্পাদক পদে- মোঃ হামিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, দেলোয়ার সরদার, নবীন বিশ্বাস ও এম.এ আজাদ, দপ্তর সম্পাদক পদে- শ্যামল কুমার সাহা, প্রচার সম্পাদক পদে- দেলোয়ার হোসেন খান ও আবুল কালাম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- আব্দুল কুদ্দুস খান ও মোঃ আরিফুল ইসলাম সুমন, ইসলাম ধর্মীয় সম্পাদক পদে- মোঃ মনিরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আবু সালেহ মোঃ মেজবাহ উদ্দিন ও মোঃ শামীম বিশ্বাস, সনাতন ধর্মীয় সম্পাদক পদে- সুমন কুমার দাস ও রতন কুমার দে, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ফরহাদ শেখ, মোঃ মাহাবুব হোসেন মিন্টু, রাশিদুল ইসলাম ও মোঃ আব্বাস উদ্দিন।
জানা যায়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন গত ৩রা ফেব্রুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ৬ই ফেব্রুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ই ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে। ১২ই ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৩ই ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ ও ২২শে ফেব্রুয়ারী ভোটগ্রহণ। পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা ১হাজার ৭৩১জন।
নির্বাচনে সভাপতি পদে(পদ সংখ্যা-১), সহ-সভাপতি পদে(পদ সংখ্যা-২), সাধারণ সম্পাদক পদে(পদ সংখ্যা-১), সহ-সাধারণ সম্পাদক পদে (পদ সংখ্যা-২), কোষাধ্যক্ষ পদে (পদ সংখ্যা-১) দপ্তর সম্পাদক পদে (পদ সংখ্যা-১), প্রচার সম্পাদক পদে (পদ সংখ্যা-১), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (পদ সংখ্যা-১), ধর্মীয় সম্পাদক (ইসলাম) (পদ সংখ্যা-১), ধর্মীয় সম্পাদক (সনাতন) (পদ সংখ্যা-১) ও কার্যনির্বাহী সদস্য পদে (পদ সংখ্যা-৩) ভোটগ্রহণ করা হবে।
ইতোমধ্যে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে ঘিরে জনমত গঠনে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সর্বশেষ ২০১১ সালের ২২শে মে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাংশার বিশিষ্ট ব্যবসায়ী নিখিল কুমার দত্ত সভাপতি ও মোঃ বাহারাম হোসেন সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের নির্বাচনে নিখিল কুমার দত্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি সভাপতি পদে মোঃ বাহারাম হোসেনকে সমর্থন দিয়ে তার সাথে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগে সময় দিচ্ছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com