রাজবাড়ীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ৫ম সম্মেলন গতকাল ৮ই ফেব্রুয়ারী সকাল ১১টায় পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ বক্তব্য রাখেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুল হাই, জাতীয় ওলামা মাশায়েই আইম্মা পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন, বালিয়াকান্দি উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইঞ্জিঃ মোঃ শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আবু রায়হান গিফারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মুফতি গোলামা কবির মাসুম, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজবাড়ী জেলার দায়িত্বশীল জাহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক, ইসলামী যুব আন্দোলন পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক, যুবনেতা কেফায়েতুল্লাহ, নাঈমুল ইসলামসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ বলেন, আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি তারা দীর্ঘদিন মনের একটি আকাঙ্খা তৈরি হয়েছিল যে একটি বিপ্লবের মাধ্যমে আমাদের এই মাতৃভূমিতে একটি পরিবর্তন আসুক। জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ও বিপ্লবে আমরা দেখেছি যে একটি বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন সম্ভব। ছাত্রদের এই বিপ্লবের সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সকল অঙ্গসংগঠন আমরা সাংগঠনিক ব্যানারে তাদের সাথে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা যদি ইসলামের পক্ষে এরকম একটি বিপ্লব করতে পারতাম তাহলে এর মাধ্যমে ইসলামী রাষ্ট্রব্যবস্থা তৈরি হতো। সেই সুযোগ কিন্তু আমাদের সামনে আছে। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশ গড়ার সময় এখন। এখন যদি আমরা দেশ গড়ার কাজে ভূমিকা নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সামনে আমাদের সফলতা দান করবেন। এখন কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের দিকে তাকিয়ে আছে। ইসলামী আন্দোলন সামনে বাংলাদেশের দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। গণমানুষের সেবায় নিয়োজিত হবে। সমাজের মধ্যে যে অপসংস্কৃতি আছে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, কালোবাজারি এগুলো বন্ধ করবে। এই আশা কিন্তু দেশের মানুষ ইসলামী আন্দোলনের উপর করে। তাই আমরা রাসূলের চেতনাকে বুকে লালন করে আমাদেরকেও এখন সমাজসেবার কাজে নিয়োজিত থাকতে হবে।
সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে মাওলানা বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনের নাম ঘোষণা করা হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com