ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক নয়াদিগন্তের প্রধান সিটি এডিটর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আশরাফুল ইসলামকে গতকাল ৮ই ফেব্রুয়ারী রাত ৮টায় গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গনেশ পালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান ও বিশেষ অতিথি গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু ও শাহেদ এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক উদয় দাস, আক্তারুজ্জামান মৃধা, কুদ্দুস-উল আলম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, কামাল হোসেন, সাইফুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম রানা, মোঃ রাকিব হোসেন, আক্তার উজ্জামান রনি, আব্দুল হালিম, লুৎফর রহমান সোহাগ, রাকিবুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম(ইআরএফ)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক নয়াদিগন্তের প্রধান সিটি এডিটর বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আশরাফুল ইসলামের প্রতি সম্মান জানান এবং তার সফলতা কামনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com