রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া পালপাড়া গ্রামে গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৯জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলো- বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ইয়ারুল শেখ(৩৫), ইলিশকোল গ্রামের আফছারের ছেলে শিমুল(৩৫), রায়পুর গ্রামের আবু বক্কর শেখের ছেলে সোহাগ শেখ(৩৫), রায়পুর গ্রামের মৃত তোয়ানের ছেলে কাসেদ শেখ(২৬), তেতুলিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে নুরু প্রামানিক(৪০), তেতুলিয়া গ্রামের সোহরাফের ছেলে মাফুজ(১৫), তেতুলিয়া গ্রামের রুপ খার ছেলে মামুন খা(২২) ও সোহরাফের ছেলে লালন প্রামানিক(৩৫)। অপর পক্ষে বহরপুর গ্রামের বড় মনির ছেলে রায়হান শেখ(৩৮) ও একই গ্রামের আহম্মদ আলীর ছেলে আলী মনছুর(৫০)। আহতদের মধ্যে ৮জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
জানাযায়, পালপাড়া গ্রামে সুশীল পাল দড়িপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী জুয়েলের কাছে পুকুরের চালার মাটি বিক্রি করে। সুশীলের ভাই সুশান্ত পাল আবার রায়পুর গ্রামের সোহাগের কাছে পুকুরের চালার মাটি বিক্রি করে।
গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে জুয়েল শেখ ভেকু দিয়ে পুকুরের চালার মাটি কাটা শুরু করে। খবর পেয়ে সোহাগ এসে বাঁধা দেয়। কিছুক্ষণ পর এ নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৯জনকে থানা হেফাজতে রাখা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com