ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১১ ১৪:২৪:০৮

image

 রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ১১ই ফেব্রুয়ারী বিকালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও উপজেলা শিক্ষা অফিসার মধু সূদন সাহা বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল বলেন, আজকের এই দিনটি শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে অনেক আনন্দময়। একদিন যদি ছুটি থাকে, একদিন যদি পিকনিক থাকে, একদিন যদি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা থাকে তাহলে কিন্তু আমরা অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে পড়ি। লেখাপড়াতে আগ্রহ থাকতে হবে। আগ্রহের বিকল্প কিছু নেই। অভিভাবকদের দেখা উচিত ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে তার পাশাপাশি অন্য কোথাও যাচ্ছে কিনা, অসৎ সঙ্গীদের সাথে ঘোরাঘুরি করছে কিনা। মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে। 

এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com