গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১৩ ১৫:১৮:২১

image

ভাষা আন্দোলনে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নির্বিঘেœ পালনের লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৩ই ফেব্রæয়ারী সকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

 প্রস্তুতিমূলক সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় প্রভাত ফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বাদ যোহর ভাষা শহীদদের আতœার মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির ও গীর্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com