নববধূ নিয়ে ফেরার পথে বাস উল্টে ১জন নিহত॥৩৯জন আহত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১৫ ১৫:০৪:২১

image

যে বাড়ীতে আনন্দ উল্লাসে মেতে ওঠার কথা ছিল পরিবারের সদস্যদের। সে বাড়ীতেই নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারীতে ভারি পরিবেশ। নববধূ নিয়ে ফেরার পথে বাস উল্টে একজন নিহত ও অন্তত ৩৯ জন আহত হওয়ায় বিয়ে বাড়ীর আনন্দ মূহুর্তেই রূপ নেয় বিষাদে। বাতিল করা হয় বউভাতের অনুষ্ঠান। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে।

 জানা গেছে, গত ১৪ই ফেব্রুয়ারী রাতে বরিশালের আমের কুঠি থেকে বিয়ে করে নববধূসহ বরযাত্রীর গাড়িবহর নিয়ে ফিরছিলেন বিনোদপুর বিবেকানন্দ পল্লীর জয় কুমার দাস। ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এলে তাদের বহরে থাকা তিনটি বাসের একটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত ৩৯ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জয় কুমারের প্রতিবেশী বোন মূর্তি রানী। মূহুর্তেই আনন্দ রুপ নেয় বিষাদে। বাতিল করা হয় বউভাতের অনুষ্ঠান। দুঘটনায় আহতদের ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

 গতকাল ১৫ই দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর জয় কুমার দাসের বাড়ীতে গিয়ে দেখা যায়, বউভাতের অনুষ্ঠানের জন্য তৈরি করা প্যান্ডেল খুলে নিয়ে যাচ্ছেন ডেকোরেটর শ্রমিকরা। পাশেই নিহত মূর্তি রানীর বাড়ীতে কান্নার রোল পড়েছে। বাড়ীর উঠানে মূর্তি রানীর লাশ রেখে আহাজারী করছেন স্বজনরা।

 এ সময় মূর্তি রানীর বোন শিউলী রানী বলেন, আমার দিদি অনেক আনন্দ-উল্লাস করে জয়ের বিয়ের বরযাত্রী গিয়েছিল। কিন্তু সে ফিরলো লাশ হয়ে। আমাদের বাড়ীর বিয়ের আনন্দ মাটি হয়ে গেছে।

 ডেকোরেটর শ্রমিক হাসান বলেন, গত রাতে নতুন বউ নিয়ে ফেরার পথে বাস উল্টে এই বাড়ীর একজন নিহত হয়েছেন। যে কারণে তারা বৌভাতের অনুষ্ঠান বাতিল করেছেন। এজন্য আমরা প্যান্ডেল খুলে মামালাল নিয়ে যাচ্ছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com