দেশব্যাপী ইউনিয়ন ভিত্তিক কৃষক সমাবেশের অংশ হিসেবে গতকাল ১৬ই ফেব্রুয়ারী বিকাল ৫টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুবের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক কমিশনার, মোঃ দাউদুল ইসলাম জ্যোতি, মোঃ হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সদস্য মমিন, নজরুল ইসলাম বিট্টু, আনিস, চঞ্চল, হাজী শহিদ, মানিক, ফিরোজ, কামাল, টিপু, রেজা, হান্নান, সানা, মেরিনা, নাজমিন প্রমুখ কৃষক দল নেতৃবৃন্দ এবং প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সভায় তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী। সভায় উপস্থিত কৃষকরা তাদের বিভিন্ন দাবী দাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। এছাড়াও প্রান্তিক কৃষকগণ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং শহীদ জিয়া আরাফাত রহমান কোকো এবং গত ১৭ বছরে আন্দোলনের শহীদদের জন্য এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com