পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রচারণার পাশাপাশি চলছে ভোটের হিসাব

মোক্তার হোসেন || ২০২৫-০২-১৬ ১৪:০৫:৩১

image

 আগামী ২২শে ফেব্রুয়ারী পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ।

 এ নির্বাচনে ১১টি পদে ৩৮জন প্রার্থী প্রচার-প্রচারণায় নেমেছেন। পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। কখনো কখনো প্রার্থী নিজে আবার কখনো প্রার্থীর পক্ষে সমর্থিত লোকজন দল বেঁধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় চলছে ভোটের হিসাব-নিকাশ। কোন কোন সময় নির্বাচন কেন্দ্রিক আড্ডা বা আলোচনায় প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

 জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ২জন- মোঃ বাহারাম হোসেন সরদার(চাকা) ও কাজী আসকার দানিয়েল সিপার(ছাতা), সহ-সভাপতি পদে ৪জন- মোঃ আব্দুল খালেক মাস্টার(বই), মোঃ ইউসুফ আলী মন্ডল(আম), মোঃ আইয়ুব আলী খান(হাত পাখা) ও আব্দুর রাজ্জাক রাজা(গোলাপ ফুল), সাধারণ সম্পাদক পদে ৪জন- মোঃ দেলোয়ার সরদার(গরুর গাড়ী), মোহাম্মদ আলী আজাদ(সাইকেল), নবীন বিশ্বাস (আনারস) ও জাহিদুল ইসলাম জাহিদ (মোরগ), সহ-সাধারণ সম্পাদক পদে ৫জন- মোঃ আলমগীর খান(টেলিভিশন), আমিরুল ইসলাম নয়ন(রিক্সা), সাদেকুর রহমান(টেবিল), সিরাজুল ইসলাম(টেবিল ঘড়ি) ও গৌতম কুমার বসাক(টেলিফোন), কোষাধ্যক্ষ পদে ৩জন মোঃ সাইফুল ইসলাম(মই), কামাল মিয়া(মোটর সাইকেল) ও গোবিন্দ কুমার কুন্ডু(মাছ), দপ্তর সম্পাদক পদে ২জন শ্যামল কুমার সাহা(চশমা) ও মোঃ তোফাজ্জেল হোসেন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে ২জন মোঃ দেলোয়ার হোসেন খান(হরিণ) ও আবুল কালাম মুন্সী(জগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন মোঃ আব্দুল কুদ্দুস খান(ব্যাট), আরিফুল ইসলাম সুমন(ফুটবল) ও মোবারক হোসেন (লাটিম), ইসলাম ধর্মীয় সম্পাদক পদে ৪জন- মোঃ মনিরুল ইসলাম (কলম), আবু সালেহ মোঃ মেজবাহ উদ্দিন(টুপি), শামীম বিশ্বাস(পাঞ্জাবী) ও জাহাঙ্গীর আলম(মোবাইল ফোন), সনাতন ধর্মীয় সম্পাদক পদে ৩জন- সুমন কুমার দাস(বক), রতন কুমার দে(বেহালা) ও মোহন লাল আগরওয়ালা(কাঁচি), কার্যনির্বাহী সদস্য পদে ৬জন- ফরহাদ শেখ (দোলনা), মাহাবুব হোসেন(জিরাফ), আব্বাস উদ্দিন(বোতল), রাশিদুল ইসলাম(একতারা), আব্দুল আলিম(বালতি) ও নাঈমুর রহমান দুর্জয়(টিউবয়েল) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। 

 নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বলেন, আগামী ২২শে ফেব্রুয়ারী ভোটগ্রহণ। পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।

 প্রসঙ্গত ঃ সর্বশেষ ২০১১ সালের ২২শে মে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাংশার বিশিষ্ট ব্যবসায়ী নিখিল কুমার দত্ত সভাপতি ও মোঃ বাহারাম হোসেন সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের নির্বাচনে নিখিল কুমার দত্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com