রাজবাড়ীতে জাতীয়তাবাদী ওলামা দলের জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০২-১৬ ১৪:০৮:১০

image

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী শহরের রত্না কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আইয়ুব আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব ক্বারী মাওলানা গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।

 বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আনাছ খান মাদানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মামুন বক্তব্য রাখেন।

 অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ নাহিদুর রহমান, বলিয়াকান্দি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহিনুর রহমান, সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, কালুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আব্বাস ও পাংশা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসাইন।

 প্রধান অতিথির বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব ক্বারী মাওলানা গোলাম মোস্তফা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ওলামা দলকে সিরিয়ালে তিন নম্বর তালিকায় রেখেছিলেন। কিন্তু আমরা আমাদের কার্যক্রম অন্যান্য সংগঠনের মত ধরে রাখতে পারিনি বলে আমরা আমাদের সিরিয়ালটা পেছনে চলে গেছে। এ দেশের লক্ষ লক্ষ আলেম ওলামাদের সংগঠিত করার জন্য তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। কারো চোখ রাঙ্গানিতে আমরা ভেঙে পড়া লোক না। আপনাদের বায়োডাটা আমি নিলাম। আপনাদের মাওলানা লোকমান ও মাওলানা আইয়ুব আনসারীর সাথে আমার কয়েকবার যোগাযোগ হয়েছে। আপনাদের মধ্যে পাঁচজনকে আমরা ঢাকায় নিয়ে আসবো। আপনারা যারা গত ২০ বছর মাঠে ময়দানে কাজ করেছেন তাদের কারোরই নাম এক থেকে ২০ এর বাইরে যাবে না। আপনাদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি হবে খুব শিগগিরই। ওলামা দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। আপনারাও দলকে সুসংগঠিত করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com