শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১৭ ১৪:১৫:২৮

image

রাজবাড়ী শহরর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী। 
 শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল ও ল্যাব অপারেটর মল্লিকা হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ আব্দুর রহিম মোল্লা, অভিভাবক প্রতিনিধি মোঃ শাহজাহান হোসেন, ছাত্রী প্রতিনিধি তামান্না করিম সেবা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com