রাজবাড়ীতে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী-আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১৭ ১৪:১৯:২৩

image

রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে শহরের বড়পুল মোড় থেকে র‌্যালীটি বের হয়ে ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় মোল্লা ও ছাত্রী বিষয়ক সম্পাদক আরিফা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন।

 আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক এস এম আতাউল্লাহ শামীম রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব সোহেল মল্লিক ও গণ অধিকার পরিষদ কালুখালী উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবী আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।

 বক্তারা আরও বলেন, আজকে আমাদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। আগামীতে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের পথচলা শুরু। আমরা সেই লক্ষ্যে কাজ করবো।

 আলোচনা সভা শেষে কেঁক কাটা, লটারী ড্র, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দলটির নেতাকর্মীরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com