জবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক দলের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী জেলা তৃণমূল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সদর থানার আহ্বায়ক অশোক সরকার, গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক ইয়াহিয়া খান, বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক সজল আহমেদ, সদস্য সচিব লিটন, পাংশা উপজেলার আহ্বায়ক খোকন মিয়া, দৌলতদিয়া ঘাট কমিটির আহ্বায়ক লাল চাঁদ মন্ডল, গোয়ালন্দ পৌরসভা শাখার আহ্বায়ক নজরুল শেখ, জেলার যুগ্ম-সম্পাদক শহীদ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ শেখ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজনীতি মুখে এক কথা আর অন্তরে এক কথা। এটা যদি হয় তাহলে সেই রাজনীতি মিথ্যায় জর্জরিত হবে। আমাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান বলেছেন যারা বিগত দিনে সংগ্রামের সাথে ছিল, এছাড়া জেল, জুলুম, হামলা, মামলাসহ বিভিন্নভাবে অত্যাচারিত ছিল তাদেরকে মূল্যায়ন করার কথা। যদি তাই হয় তাহলে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি দেওয়া হলো সেটা ভুয়া। আমাদেরকে কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেছিল আমরা রাজবাড়ী জেলার সিনিয়র নেতাকর্মীদের সাথে কথা বলে এই কমিটি ঘোষণা করবো। তারা কাদের সাথে কথা বলে এই কমিটি ঘোষণা করলেন। রাজনৈতিক একটি কমিটি দিলে ন্যূনতম একটা কর্মী সভার দরকার হয়। যে কর্মী সভার মাধ্যমে কাউন্সিলারদের ভোটে একটা কমিটি গঠিত হয়। সেটাও হয়নি।
বক্তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যে কমিটি দিলেন সেটি এক গ্রুপের লোকের দিলেন। বাকি যে একটি গ্রুপের নেতারা রয়েছে তারা কোথায় যাবে এখন। তারা কোন রাজনীতি করবে। এদিকের নেতাদের কার কাছে দিয়ে গেলেন। এদের অন্যায়টা কী? এদের অন্যায় জিয়া পরিবারের রক্ষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত দেওয়া। তাদের অন্যায় মিথ্যা মামলায় দিনের পর দিন জেল খাটা। আমরা আশা করি আপনারা অনেক মেধাবী। আপনারা জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী ২আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু তাদের সাথে বসে অতি সত্বর পুনরায় নতুন করে কমিটি গঠন করবেন।
সংবাদ সম্মেলন শেষে রাজবাড়ী তৃণমূল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।
উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম জান্নাতুল। তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com