রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরি গ্রামে দীর্ঘ বছর ধরে ভোগ দখলে থাকা জমি আদালত কর্তৃক রায় পাওয়ার পরেও ওই জমি জোর পূর্বক দখলের পায়তারা করছে প্রতিপক্ষ।
এ ঘটনায় গত ১৭ই ফেব্রুয়ারী রাজবাড়ী সদর থানায় ৪জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী আলিম খা।
অভিযুক্তরা হলো বাড়াইজুরী গ্রামের আনছের আলী খার ছেলে সাহেব আলী খা(৫০), আনজাল খা(৪৫), মালেক খা(৪৩) ও বাবু খা(৫৫)।
আলিম খা বলেন, উল্লেখিতরা আমার চাচাতো ভাই। বাড়াইজুড়ি মৌজার বিএস হালদাগ ৬৯৮ এবং ২৯৮৯ দাগের ২০ শতাংশ ওয়ারিশের জমি নিয়ে আমাদের দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই জমি আমার বাবার আমল থেকে ৬০বছর ভোগ দখলে রয়েছি। তারপরও বিগত ২০১৯ সালে আমার চাচা আনছার আলী খা আমার বাবা হানিফ খার বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ সহকারী জজ আদালত দেওয়ানী মামলা দায়ের করেন। ওই দেওয়ানী মামলায় ২০২৩ সালের ৩১শে মে আদালত আমাদের পক্ষে রায় দেন এবং মামলাটি খারিজ করে দেন। কিন্তু তারা আদালতের এই রায় অমান্য করে গত ১৬ই ফেব্রুয়ারী সকালে উল্লেখিতরা আমাদের ওই জমি দখলের উদ্দেশ্যে কোদাল দিয়ে হাতাল কেটে ফেলে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, উল্লেখিতরা আমার ওই জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। কিন্তু তাদের ভয়ে আমি আমার জমি উপর যেতে পারছি না। যেকোন সময় তারা বড় ধরণের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com