কালুখালীতে কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-১৯ ১৪:২৫:৪৯

image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ১৯শে ফেব্রুয়ারী সন্ধ্যায় মশাল মিছিল করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
 মিছিলটি কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সড়ক ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
 সমাবেশে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ সভা স্থল। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 
 মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com