রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ গ্রেপ্তার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০২-১৯ ১৪:৪১:২৯

image

 রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গত ৫ই আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ (৩৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে।

 গতকাল ১৯শে ফেব্রুয়ারী রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকায় মৃত ইসলাম শেখের ছেলে। সে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com