রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের মানববন্ধন পালন

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-০৪ ১৪:৪৪:৪৯

image

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের বর্তমান পাশের পদ্ধতির আওতায় অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন হয়েছে।
  গতকাল ৪ঠা নভেম্বর রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি শিক্ষার্থীরা।
  এতে সানাউল মোঃ পারভেজ, আবু সাঈদ, সাদমান হাফিজ, মিজানুর রহমান শুভ ও মহসিন ইয়ামিনসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।
  তারা বলেন, আমরা  অসুস্থতা ও বিভিন্ন দুর্ঘটনার কারণে টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারিনি। কিন্তু আমরা প্রায় সবাই জেএসসি ও এসএসসি পরীক্ষায় অনেক ভাল রেজাল্ট করেছিলাম। তাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সকল পরীক্ষার্থীদের ফলাফল যেভাবে নির্ধারিত হবে সেই নীতিমালায় তাদেরকেও অন্তর্ভূক্তি করার দাবী জানায় তারা। 
  পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন এসব শিক্ষার্থীরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com