বাংলাদেশে দুবাই চেম্বারের ব্রাঞ্চ হবে---ইপিবি ভাইস চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার || ২০২৫-০২-২১ ০৮:০৪:২৯

image

ইপিবি ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেছেন, দুবাই চেম্বারের প্রেসিডেন্ট শেখ লুতা কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফরে যাবেন এবং দুবাই চেম্বারের ব্রাঞ্চ করবেন। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে।
 গত ১৮ই ফেব্রুয়ারী আবির ভেজিটেবল মার্কেট পরিদর্শন করে আবির বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 তিনি বলেন, আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধের পরেও দুবাই গাল্পফুড মেলায় বাংলাদেশ থেকে ৪১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় সেইসব প্রতিষ্ঠানের ৭৩ জন বাংলাদেশীকে ভিসা দেওয়া হয়।
 অনুষ্ঠানে এ সময় রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক খালিদ মাহমুদ, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, উপ সচিব মোহাম্মদ জাকির হোসেন, আবির বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুলফিকার ওসমান, সাধারণ সম্পাদক ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি সিআইপি নজরুল ইসলাম, উপদেষ্টা সিআইপি মোহাম্মদ নুরুল আবছার, যুগ্ম সম্পাদক কে কে দে বিপ্লব, রাসেল খান, রেজাউল আহমেদ চৌধুরী, মোরশেদুল আলম ও মজিবুল হক মনজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com