আগামী ১০ই ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-০৪ ১৪:৪৭:৩২

image

আগামী ১০ই ডিসেম্বর রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন পরিষদসহ সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
  গত ৩রা নভেম্বর নির্বাচন কমিশন(ইসি) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৭ই নভেম্বর রিটার্নিং অফিসার(সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার) কর্তৃক মনোনয়নপত্র বাছাই এবং ২৩শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। জেলা নির্বাচন অফিসারগণ নির্বাচনের আপীল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

 

(০৬ নভেম্বর ২০২০ তারিখে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের আংশিক সংশোধনী

গতকাল ৫ই নভেম্বর-২০২০ তারিখে দৈনিক মাতৃকণ্ঠের প্রথম পাতায় ‘নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা॥আগামী ১০ই ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদে ওই দিন রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়- যাতে কিছু তথ্যগত বিভ্রাট ছিল। প্রকৃত বিষয় হচ্ছে, গত ৩রা নভেম্বর নির্বাচন কমিশন থেকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার বরাবর যে পত্র প্রেরণ করা হয় তাতে “ইউনিয়ন পরিষদের সাধারণ/উপনির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত” উল্লেখ ছিল। ওই পত্রে আগামী ১০ই ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদসমূহের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু উক্ত পত্রে ‘মেয়াদোত্তীর্ণ’ কথাটি উল্লেখ না থাকায় পত্রিকায় প্রকাশিত সংবাদে ভুলক্রমে জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে মর্মে প্রকাশিত হয়। প্রকৃত পক্ষে গতকাল ৫ই নভেম্বর প্রকাশিত পত্রিকার সংবাদে জেলার ২টি যথাক্রমে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড এবং পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের ৫নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আগামী ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে মর্মে পড়তে হবে। প্রকাশিত সংবাদে তথ্য বিভ্রাটে আমরা দুঃখিত   -বার্তা সম্পাদক। )

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com