রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া রেষ্ট হাউজ মাঠে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে গতকাল ২৬শে ফেব্রুয়ারী বিকেল ৩টায় কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও এসআই ফারুকের সঞ্চালনায় নাগরিক সভায় গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নাগরিক কমিটির সদস্য মোঃ খালেক বেপারী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নাগরিক কমিটির সদস্য মোঃ মোহন মন্ডল, সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য আমিনুল ইসলাম, দৌলতদিয়া বিএনপির নেতা মোসারফ হোসেন মন্ডল, দৌলতদিয়া বেপারী পাড়া প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক কমিটির সদস্য মমিন সরদার, দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক ও নাগরিক কমিটির সদস্য মেহেদি হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনউদ্দিন সরদার, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী শিপনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সভায় ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com