দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে বৃহৎ পরিসরে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন আজ ২৮শে ফেব্রুয়ারী সকাল ৯টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হবে।
কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, সহকারী সেক্রেটারী জেনারেলসহ অনান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে গত ২৬শে ফেব্রুয়ারী বিকেলে শহরের শ্রীপুর এলাকায় জামায়াতে ইসলামীর জেলা অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ প্রায় ১৬ বছর রাজবাড়ীতে জামায়াতে ইসলামী প্রকাশ্যে কোন কর্মসূচী পালন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোন রাজনৈতিক কর্মকান্ড করতে পারেননি। রাজনৈতিক কর্মকান্ড করতে গেলেই তাদের হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দলটির নেতাকর্মীরা আবার প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচী শুরু করে। ২০০২ সালে তৎকালীন আমীর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সর্বশেষ রাজবাড়ী জেলা সফর করেন। এরপর দীর্ঘ ২২ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অথবা সেক্রেটারী জেনারেল কেউ আর সফর করেননি এ জেলায়।
আজ শুক্রবার সম্মেলন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে দলটি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ।
এছাড়াও সম্মেলনে ফরিদপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নুরুল ইসলাম।
সম্মেলনকে ঘিরে রাজবাড়ী জেলা শহরসহ সব উপজেলাগুলোতে দাওয়াতি কার্যক্রম চালিয়েছে দলটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়েছে পোস্টার, টাঙানো হয়েছে ব্যানার এবং ফেস্টুন। জেলা শহরের প্রবেশ পথগুলোতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। রাজবাড়ী শহরের ঐতিহাসিক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রেখে মাঠ জুড়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ নুরুল ইসলাম বলেন, আমরা ১৬ বছর কথা বলতে পারিনি স্বৈরশাসকদের কারণে। আমাদের মতো সাধারণ মানুষও তাদের মত প্রকাশ করতে পারেনি। এখন সময় এসেছে দেশ গঠন করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। জামায়াতে ইসলাম দেশে ইনসাফ চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর দেওয়া বিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা।
তিনি আরও বলেন, আজকের সম্মেলনে অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হবে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আমাদের সকল পর্যায়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন আমরা অপেক্ষা করছি শেষ মুহূর্তের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন সফলভাবে এই সম্মেলন সম্পন্ন করার তৌফিক আমাদেরকে দান করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com