আবুধাবীর বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের মৃত্যুতে দুবাইতে শোক সভা-দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাত থেকে ওবায়দুল হক মানিক || ২০২৫-০২-২৮ ১৩:৫৬:৩৬

image

 সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বানিয়াসের বিশিষ্ট ব্যবসায়ী ও সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি সাংবাদিক নাছিম উদ্দিন আকাশের বড় ভাই হাজী শামসুল আলম(৭১) গত ২৩শে ফেব্রুয়ারী আবুধাবীর স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে মাফরাক তথা শেখ বুথ হসপিটালে অসুস্থ জনিতকারণে তিনি ইন্তেকাল করেন।

 তার মৃত্যুতে গত ২৭শে ফেব্রুয়ারী রাত ৯টায় দুবাইয়ের দেরায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শোক সভা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

 এ সময় সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সামসুর রহমান সোহেল(আরবি), বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি সিরাজুল হক, সংগঠনের সহ-সভাপতি নাছিম উদ্দিন আকাশ, সহ-সভাপতি এস এম ফয়েজুল্লাহ শহিদ ফয়সাল, সহ-সভাপতি ফখর উদ্দিন মুন্না ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন । 

 উল্লেখ্য, আগামী ২রা মার্চ হাজী শামসুল আলমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেইদিন বেলা ২টায় স্থানীয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

 নিহত হাজী শামসুল আলম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের ছেলে। বানিয়াস এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে গেছেন।

 

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com