রাজবাড়ীতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাজেট বাস্তবায়ন, ক্রয় ব্যবস্থাপনা ও অডিট আপত্তি

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৩-০১ ১৫:০৬:২০

image

রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাজেট বাস্তবায়ন, ক্রয় ব্যবস্থাপনা ও অডিট আপত্তি বিষয়ক প্রশিক্ষণ গতকাল ১লা মার্চ সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।

 প্রশিক্ষণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এস.এম. ফেরদৌস ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আমিনুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন, কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সভায় প্রধান অতিথি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বাজেট বাস্তবায়ন, ক্রয় ব্যবস্থাপনা ও অডিট আপত্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com