দৌলতদিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ভস্মিভূত

মইনুল হক মৃধা || ২০২৫-০৩-০৪ ১৫:১৪:৩০

image

রাজবাড়ী জেলার গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদরুদ্দিন মৃধা পাড়া গ্রামে গতকাল ৪ঠা মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে রান্না ঘর থেকে আগুন লেগে জামিল শেখের বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
 স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে জামিল শেখ চিৎকার শুরু করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 আগুনে পুড়ে ঘরে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা রান্না ঘরে থাকা গ্যাস লাইট ফেটে এই আগুন লেগেছে। এতে প্রায় তাদের ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 এ প্রসঙ্গে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০ মিনিট চেষ্টাার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিন্তু তার ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশে খালেক নামে একজনের গোডাউন ছিলো আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে সেই গোডাউনে থাকা ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।
 তিনি আরও বলেন, গরম পড়তে শুরু করেছে। আমরা ধারণা করছি বসত ঘরের পাশে থাকা রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com