রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা মার্চ দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা সদরে অবস্থিত এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিক্জ্জুামান, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ই এপ্রিল সারা বাংলাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com