পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী শহরে ন্যায্য মূল্যে বাজার স্থাপন বিষয়ক জরুরী সভা গতকাল ৪ঠা মার্চ বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি নাহিদ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএস মোহাম্মদ আলী খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রির জন্য বাজার স্থাপনের জন্য আলোচনা করা হয়। এ সময় রাজবাড়ী-২ নং রেলগেটের পাশে অস্থায়ীভাবে ন্যায্যমূল্যে বাজার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ ৫ই মার্চ সকাল ১১টায় ন্যায্যমূল্যের অস্থায়ী বাজার উদ্বোধন হবার কথা রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com