ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাংশায় হোটেল ও ফলের দোকানকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-০৫ ১৩:৩৯:০০

image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৫ই নভেম্বর পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও অতিরিক্ত মূল্য নেয়াসহ বিভিন্ন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিসমিল্লাহ হোটেলকে ১৫শত টাকা, জিল্লু হোটেল এন্ড দধি ভান্ডারকে ৩হাজার টাকা, ফজলে রাব্বী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২হাজার টাকা, মুজাহিদ হোটেলকে ৫শত টাকা বিল্লাল স্টোর নামক ফলের দোকানকে ১হাজার টাকাসহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
  এছাড়াও কালুখালী উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।    

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com