রাজবাড়ীতে দুই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-০৬ ১৩:৫১:২৮

image

 রাজবাড়ীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
 গতকাল ৬ই মার্চ দুপুরে জেলা প্রশাসকের কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ২জনের পরিবারের সদস্য ও ১২ জন আহতের মাঝে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
 এছাড়াও অনুষ্ঠানে তিনি নারী দিবস উপলক্ষে ১০ জন নারীকে আর্থিক সহায়তা ও কিশোর-কিশোরী ক্লাবের ৩০ জন সদস্যদের মাঝে জার্সি বিতরণ করেন।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বক্তব্য রাখেন। 
 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অফিসার রুবাইয়াত মোঃ ফেরদৌস ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন বক্তব্য রাখেন। 
 এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা হয়ে ভালো লেগেছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে অনেকেই আহত হয়েছে। তাদের মধ্যে আজ ১৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি। 
 তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার মানুষের মধ্যে অনেক সহযোগিতা ও সহমর্মিতা রয়েছে। এই জেলার মানুষ অনেক সাংস্কৃতিক মনা। এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। 
 অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য ও হাসিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com