কালুখালীতে যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-০৮ ১৪:০৫:০৭

image

 ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৮ই মার্চ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
 সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ শাহাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, কালুখালী থানার এসআই মোস্তফা কামাল, কিশোর-কিশোরী ক্লাব বোয়ালিয়া ইউনিয়নের সমন্বয়ক আকলিমা খাতুন ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী শ্রেয়শী নাগ প্রমুখ বক্তব্য রাখেন।
 এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সমন্বয়ক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ারও আহবান জানান ও দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ এবং নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com