রাজবাড়ী প্রশাসনের বাজার মনিটরিং অভিযানে তিন দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-০৯ ১৯:২৭:৩২

image

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজবাড়ীতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
 গতকাল ৯ই মার্চ শহরের নতুন বাজার এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
 অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পঁচাবাসি খাবার থাকায় তিন দোকান মালিককে ১হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
 জানা গেছে, বাজার মনিটরিং অভিযানে বিভিন্ন দোকানে তরমুজসহ অন্যান্য দ্রব্যের বিক্রিমূল্য যাচাই করা হয়। নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শহরের নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই দোকান মালিককে ৭০০ টাকা ও একটি দোকানে পঁচা-বাসি ও খাওয়ার অনুপযোগি ইফতার সামগ্রী পাওয়া যাওয়ায় ওই দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পঁচা বাসি ইফতার সামগ্রী বিনষ্ট এবং দোকানীকে সতর্ক করা হয়।
 অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ বাজার কমিটির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com