রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজ ছাত্রদল।
গতকাল ১০ই মার্চ দুপুরে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি সরকারী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাহাত শেখের সভাপতিত্বে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান বক্তব্যে রাখেন।
এ সময় বালিয়াকান্দি সরকারী কলেজ ছাত্রদল নেতা জিহাদ, আশিক সিজান ও জামালপুর কলেজ ছাত্রদলের সভাপতি মুরাদ হোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com