রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোস্তাক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ধনীরা আরো বেশি ধনী হয়েছে ও গরীবরা আরো বেশি গরীব হয়েছে।
গতকাল ১০ই মার্চ দুপুরে শহরের পৌর অনুপম সুপার মার্কেটের ৩য় তলায় রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সকল চালকদের উদ্দেশ্যে আরো বলেন, দেশের অবস্থা ভাল নেই। নি¤œ আয়ের মানুষদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিগত আওয়ামী সরকার পরিবহন ব্যবসাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। যার প্রভাব শ্রমিকদের উপরেও পড়েছে।
আগামীতে মালিক শ্রমিক সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের আমলের চেয়ে শেখ হাসিনার আমলে পরিবহন খাত ও চালকদের লাইসেন্স খাতে ১০ গুণেরও বেশি মূল্য বৃদ্ধি হয়েছে।
বিশেষ এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির সভাপতি ফরিদ মাহমুদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
শহীদ শেখের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী টিটন, সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক রিপন ও রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার বক্তব্য রাখেন।
সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বলেন, এতোদিন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে ন্যায্য দাবী আদায়ের। তিনি শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে প্রতিশ্রুতি দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com