রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১২ ১৫:২৫:৩২

image

রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
 গত ১০ই মার্চ দুপুরে শহরের পৌর অনুপম সুপার মার্কেটের ৩য় তলায় রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির বিশেষ সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিশন গঠন করা হয়। এর আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
 এতে রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোস্তাককে প্রধান নির্বাচন কমিশন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক রিপনকে সদস্য করা হয়।
 এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান জানান, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান তিনি। আগামী ২/১ দিনের মধ্যে নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com