রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজীর অভিযোগে ৬জন চাঁদাবাজকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ও শিবালয় কোস্ট গার্ডের যৌথবাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবিদাসের ছেলে সুমন দাস, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ। তাদেরকে মেবাইল কোর্টে ৫০হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া অপর ৪জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ই মার্চ বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। এ সময় দৌলতদিয়া লঞ্চঘাটে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬জনকে মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া অপর ৪জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামী ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানববন্ধন করার হুমকি দেয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, আটক ৬জনকে ১লক্ষ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com