রাজবাড়ী জেলার কালুখালীতে মরা মুরগীর মাংস বিক্রি করায় বিক্রেতা শাহ আলম(৩২)কে মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা হয়েছে।
গতকাল ১২ই মার্চ দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অভিযান চালিয়ে এই অসাধু ব্যবসায়ীকে আটকের পর তার কাছ থেকে ১শত কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়।
শাহ আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের মৃত মহিউদ্দিন মাতব্বরের ছেলে।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানেটারী ইন্সপেক্টর তোবারক দেওয়ান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে কালুখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল ১২ই মার্চ দুপুরে উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগীর মাংস বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে মুরগীগুলো পরীক্ষার মাধ্যমে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মাংস বিক্রেতা শাহ আলমকে ৩হাজার টাকা অর্থদন্ড ও ১শত কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়।
তিনি আরো জানান, বিক্রেতা শাহ আলম উক্ত মাংস ঢাকার একটি স্থান থেকে ৯০ টাকা কেজি দরে কিনে বাজারে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। পরে মাংসগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com