রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ শুরু করেছে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র।
গতকাল ১২ই মার্চ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে পেরেক অপসারণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
রাজবাড়ীর সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান।
এ সময় রাজবাড়ী সামাজিক বন বিভাগের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির ঢ গোয়ালন্দ উপজেলা বন কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, মানুষের যেমন প্রাণ আছে ঠিক তেমনি ভাবে গাছেরও প্রাণ আছে। এই গাছে যারা পেরেক বা লোহা মেরেছে সেগুলো গাছ থেকে অপসারণ করাই হলো আমাদের মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে রাজবাড়ীর সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, আমাদের পেরেক অপসারণ কর্মসূচী শুরু হয়েছে। এটা মাসব্যাপী চলবে। মূলত গাছে পেরেক দেওয়ার ফলে দেখা যায় যে সেখানে ক্ষতস্থান তৈরি হয়, সেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য ধরণের অনুজীব প্রবেশের কারণে গাছের ক্ষতি হয় এবং গাছের যে স্বাভাবিক প্রক্রিয়া খাদ্য মাটি থেকে পানি শোষণের সেটার ব্যাহত হয়। মূলত এর কারণেই আমাদের এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে। আমরা এটা মাসব্যাপী করবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com