শিশু ধর্ষক ও হত্যাকারীদের বিচার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১৩ ১৫:২৩:২৮

image

মাগুরার শিশু আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের বিচার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  হয়েছে। 
 গতকাল ১৩ই মার্চ বিকেলে শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আছিয়ার মৃত্যুর খবর গণমাধ্যমে জানার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিচার দাবীতে আমরা রাস্তায় নেমে এসেছি। দেশে যদি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হতো তবে আমাদের মা বোনেরা আজ ধর্ষণের শিকার হতো না। আইনের শাসন না থাকার কারণে দেশে ধর্ষণের মত অপরাধ বৃদ্ধি পেয়েছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন
 মানববন্ধনে মনিরুল হক সাগর, গোলাম রাব্বী ও মোঃ মাইন উদ্দিন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
 উল্লেখ্য, মাগুরায় বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে গত ৫ই মার্চ রাতে ধর্ষণ ও নিপীড়নের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গতকাল ১৩ই মার্চ সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com