রাজবাড়ী সদর থানা পুলিশ গত ১২ই মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে রামকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ আনিছ মন্ডল(৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আনিছ মন্ডল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আনোয়ার হোসেন মন্ডলের ছেলে।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১২ই মার্চ বিকেলে সদর থানার একটি টিম মোবাইল-১ ডিউটি করাকালীন রাজবাড়ী সদরের আলাদীপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে তথ্য পায় যে রামকান্তপুর মধ্যপাড়া মোঃ মাহাবুব শেখ(৫৫) এর চৌচালা টিনের ঘরের পিছনে মাটির রাস্তার উপর স্থানীয় লোকজন একজন ব্যক্তিকে কোমরে পিস্তল গোঁজা অবস্থায় দেখে তাকে আটক করে রেখেছে।
এ সময় সদর থানার টিম ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে দেখতে পায় রামকান্তপুর গ্রামের স্থানীয় লোকজন আনিছ মন্ডল (৩১)কে অস্ত্রসহ আটক করে মারধর করে। তখন পুলিশ আনিছকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদে সে জানায় যে পলাতক আসামী স্বাধীন শেখ(২৯) তাকে উক্ত অস্ত্রটি দিয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, আটককৃত আনিছ মন্ডলের কাছ থেকে লোহার তৈরী বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলের মাগাজিনের ভিতর দুই রাইন্ড গুলি লোড করা ছিল। এ ঘটনায় অস্ত্র আইনে আটক আনিছ মন্ডল ও পলাতক স্বাধীন শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আনিছ মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com