রাজবাড়ী শহরে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১৫ ১৫:৩৪:০২

image

 বাগেরহাট জেলার চিতলমারী থানা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে গতকাল ১৫ই মার্চ রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 দুপুর ১২টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা স্কুলের সামনে থেকে ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান ও সদস্য সচিব আনিছুর রহমান মাসুদ।
 এ সময় রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এসএম ফারুক, আলমগীর হোসেন, আবুুল হোসেন অপু, রঞ্জু আহম্মেদ, ইদ্রিস খান, আহম্মদ আলী চৌধুরী, শিবলী সাত্তার, বালিয়াকান্দি উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ অহিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান শেখ ইরান, গোয়ালন্দ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন তোফা ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজান প্রামানিকসহ জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, আমাদের বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীর ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা নিজাম কাজীর ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com