কালুখালী উপজেলায় বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ॥ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১৬ ১৪:৫৯:১২

image

 “মানবতার সেবাই হোক আগামীর শপথ’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আত্মপ্রকাশ হলো বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
 আত্মপ্রকাশের সূচনাতেই গতকাল ১৬ই মার্চ দুপুরে রতনদিয়া বাজারে ফাইভ স্টার গোডাউনে বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার তিনশত ব্যক্তির মাঝে এ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
 বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আই.বি. ডাব্লিউ.এফ রাজবাড়ী জেলার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সাঈদ মোল্লার সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, রতনদিয়া কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল মালেক, রতনদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রায়হান কবীর ও সমাজসেবক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 এতে স্বাগত বক্তব্য রাখেন কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
 সভাপতির বক্তব্যে বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ওয়াজেদ আলী বিশ্বাস বলেন, আজ থেকে কালুখালীতে আত্মপ্রকাশ হলো বিশ্বাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান।
 প্রতিষ্ঠানটি হবে এলাকার দরিদ্র, দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানামুখী সার্বিক সহযোগিতামূলক একটি প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী দিন নানা ধরণের কল্যাণমূলক সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। যেখান থেকে মানুষের কিছুটা অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক সহযোগিতার কার্যক্রম পরিচালিত হবে।
 তিনি বলেন, আমি যে বয়স থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ব্যবসার প্রতি আমার প্রচন্ড দুর্বলতা এবং মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়। আর এটা হয়েছে আমার জন্মদাতা পিতা-মাতার কারণে। আজ আমি এ পর্যন্ত এসেছি প্রয়াত বাবার কারণে। তাদের আদর্শে তাদের দেখানো পথকে অনুসরণ করেই আজ আমি এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজকে আমার বাবা মায়ের দোয়া ছিল বলেই আমি এই কাজগুলো করতে পারছি এবং ব্যবসায় আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি।
 আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মালেক।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com