বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার কার্যক্রমের গতিশীলতা আনতে ও আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৩-১৬ ১৫:০৮:৪২

image

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার কার্যক্রমের গতিশীলতা ও জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১৬ই মার্চ বিকেল ৩টায় রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদ ইসলাম আসিক বক্তব্য রাখেন।
 এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, মুখপাত্র রাজিব মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর জামান সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মিরাজুল মাজীদ তূর্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম রাকিবুল।
 আলোচনা সভায় রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম গতিশীল করা ও জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com